অরন্য
মৃনাল কান্তি বাগচী
অরন্যকে আমি ভালোবাসি
আরন্য আমার প্রাণ,
অরন্যের মাঝে আমি খুঁজে পাই
সবুজ সতেজ মন।
অরন্য ছাড়া নেই মোর জীবনের গতি,
অরন্যই আমার
শয়নে স্বপনে ধ্যান জ্ঞাণ
অরন্যই আমার আশার বাতি।
অরন্য হারিয়ে গেলে,
আমি ও হারিয়ে যাবো ধরাহতে,
হারিয়ে গেলেও
অরন্যের মাঝে ভালোবাসা খুঁজবো চাঁদনী রাতে।
অরন্য ছাড়া আমি
কিছুই ভাবিনা,
অরন্যই আমার
হৃদয় আকাশের শামিয়ানা।
অরন্যই আমার জীবনের
নীল আকাশ
অরন্যই আমার
শ্বাস প্রশ্বাসের বাতাস।
অরন্য ছাড়া আমি
কিছুই চাই না,
অরন্যই বোঝে
আমার ভালোবাসার বায়না।
অরন্য বেঁচে থাক
আমার জীবনে অনন্তকাল,
অরন্যই আমার
ইহকাল পরকাল।।।
———— ++++++++ ———-