জীবন
——-
নন্দিতা চক্রবর্ত্তী
অনেক কালের পুরনো দিন হতে
কোন সে হাওয়া আনলো কারো মন।
বুকের মাঝে লুকিয়ে রাখা কথা
সেই হাওয়াতে ভাসালো কোন জন।
না চেনা সেই মনের দুটি কথা
ঝিরঝিরে বায় দোলন দিয়ে যায়।
পথিক তুমি দাঁড়িয়ে এতো দিন
“কোথায় ছিলে?” প্রশ্ন ভেসে যায়।
দুটি কথা দুটি মনের মাঝে
অচেনা এক বিপুল পারাবার।
পথিক তুমি দাঁড়িয়ে কোথায় আছো?
ছলছলানো ঢেউ ভাঙে তার পাড়।
কেউ জানে না কোন সে হাওয়া এসে
কোন মনে তার স্বপ্ন বুনে যায় ।
জীবন বীণায় ছন্দ ওঠে জেগে
কান্না হাসির গান বাজে পায় পায়।
এমনি করেই জীবন বয়ে যায়
দু পারে তার হাজার তরীর ভিড়।
বাতাস বয়ে নিয়ে বেড়ায় ব্যাথা
মনে গোপন কাঁপন তিরতির।
–~০০০Xসমাপ্তX০০০~–
মন ছুঁয়ে গেল
ধন্যবাদ 😊