কবিতা দেশ
তপন কর্মকার
কয়েক চাকা মাটির উপর,
দাড়িয়ে আছে দেশ।
কথা বলা শেষ আমার,
কথা বলা শেষ।।
দিনের মধ্যে রাত্রি দেখি,
দিনটা গেল চুরি।
বোকার মতো নকল দিনে,
স্বপ্ন নিয়ে ঘুরি।
বুঝতে পারো ভিতর বাইর,
পুড়ছি কেমন বেশ।।
কথা বলা শেষ আমার,
কথা………………শেষ।।
কথা গুলি যদি না হয়,
পাখির মতো জীবন্ত।
কাল ইতিহাসেথাকবে লেখা
একটি প্রদীপ নিবন্ত।
দুরন্ত আজ ষাঢ়ের লড়াই,
হবো কেন মেষ।
কথা বলা শেষ আমার ,
কথা……………….শেষ।।
আকাশ জুড়ে আয়না হলে,
দেখিয়ে দিতাম খেলা।
মানুষ গুলো মানহুশ কোথয়
সব পাগলের মেলা।
বাচ্ছা বুড়োর তফাৎ দেখি,
সাদা কালোয় কেশ।
কথা বলা শেষ আমার,
কথা……………..শেষ।।
হেরে আমি জীততে চাই,
শূন্যই হোক পূর্ণ।
সোনা দিয়ে চাঁদ মোড়ানো,
এই পৃথিবী ক্ষুন্ন।
রোদ্র কণায় আগুন যেটুক,
সেটুক পেলেই বেশ।
কথা বলা শেষ আমার,
কথা …………………শেষ।।
–~০০০XX০০০~–