“ইয়াস”এর ত্রাস
✍️ শিব প্রসাদ হালদার
জাগিয়ে এক ত্রাস- আসলো ধেয়ে” ইয়াস”
ভরা কোটালে উত্তাল সমুদ্রের রুদ্ররূপ,
ঠিক তার মাঝেই “ইয়াস”এর হানায়
উঠলো জেগে এক প্রবল ভয়ংকর জলোচ্ছ্বাস
যে দৃশ্য বড্ড বিরূপ!
প্রকৃতির অনাদরে রুষ্ট হয়ে থাকছে না আর চুপ!
মুড়িগঙ্গার বাঁধ ভেঙ্গে হয়ে পড়লো প্লাবিত
ভেসে গেল পথঘাট, হাট-বাজার, গ্রামের পর গ্রাম
প্লাবনে হলো কঙ্কাল সার পিচঢালা পথ-
কোথাও হাঁটুজল কোথাও কোমর জল
কোথাও বা গলা জলে
হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ!
সুন্দরবন,গোসাবা, বকখালি, ফ্রেজারগঞ্জ, কুলটি
কাকদ্বীপ, নামখানা, সাগরের কত কত দ্বীপ–
দেখা গেল কপিলমুনি মন্দিরের চূড়ায়
সন্ন্যাসী দাঁড়িয়ে আজ কত নিরুপায়-
ল্যান্ডফলের উগ্র তান্ডবে হ’ল তোলপাড়
ধামরা, বালেশ্বর, দীঘা, শঙ্করপুর, মন্দারমনি রামনগর–
চতুর্দিকে জেগে ওঠে হাহাকার,
রুষ্ট প্রকৃতির আঘাতে আজ মানুষ জেরবার।
ফেলে আসা আইলা, আমফানের ক্ষতের স্মৃতি
ভুলতে না ভুলতেই আবারও হানলো আঘাত
দেখেছে যারা টিভির পর্দায়
যতদূর গেছে চোখ- এক প্রান্ত থেকে অন্য প্রান্ত
বীভৎস দৃশ্যে মন হয়েছে প্রবল ভারাক্রান্ত!
প্রকৃতির অনাদরে মানুষের অবজ্ঞার
অনৈতিক কৃতকর্মে প্রকৃতির এই প্রতিদান,
সভ্য যুগের “অসভ্য মানুষ” আজ যাচ্ছে ভেসে
যখন আসছে ধেয়ে প্রলয় তাণ্ডবে উদ্ভূত রুষ্ট বান।
মানুষের অনাচারে ক্ষুব্ধ প্রকৃতি ক্রমাগত হচ্ছে বেসামাল
ঘনঘন ঘূর্ণিঝড়ে দিচ্ছে বার্তা- আসছে যে ঘোরকাল–!
–~০০০XX০০০~–
একদিকে করোনার চরম বিপর্যয়ে মানুষ ভীতসন্ত্রস্ত। দিকে দিকে মানুষ প্রিয় আপন জনের বিয়োগান্তে ভীষণ ব্যতিত। তার মাঝে নির্দয় “ইয়াস”এর চরম আঘাতে বিধ্বস্ত এলাকার করুণ চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র–! ক্ষতিগ্রস্তদের জানাই সমবেদনা!” সবুজ স্বপ্ন” ওয়েব মেগাজিনে আমার কবিতাটি “ইয়াস এর ত্রাস” প্রকাশ করার জন্য সম্পাদক মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ।সবুজ স্বপ্নের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি
আপনাকেও আমাদের পত্রিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এত সৃষ্টিশীল সময়োপযোগী লেখাটি দেওয়ার জন্য। 💐💐💐