মন খোলা
চিত্রশিল্পী তপন কর্মকার
বাড়ির ছাদে কামিনী ফুল,
একদমই দুধ সাদা।
ওর নেই তো লকডাউন আর,
হাসতেও নেই বাঁধা।
মাটি থেকে রঙ তুলে,
প্রচার করা দেখে।
অবাক হলাম ভ্রমরার দল,
আসর বসে ডেকে।
না আছে ওর পড়াশুনা,
না আছে বল শক্তি।
কোথায় পেল দেশাত্ব প্রেম,
ভালোবাসা ভক্তি।
গাছটি সবুজ ফুলটি সাদা,
সৎ এবং তরুণ।
জ্ঞান বুদ্ধির তারিফ করি,
রাজ্য পাটের অরুণ !
–~০০০XX০০০~–