“কি করে বলবেন?
পিছে কে গৌরী সেন?”
প্রেমাঙ্কুর মালাকার
বাড়ি বিক্রির, খদ্দের খোঁজে,
ছোটো খাটো প্রোমোটার-
বলেন কি দাদা?আপনার নেই,
বাড়িঘর দরকার?
শুনুন মশাই,জন্ম আমার,
হয়েছে হাসপাতলে!
বাবামা চাকুরে,ক্রেশে বেড়ে উঠি,
তারপর কালে কালে!
যেই বড়ো হই, পঠন-পাঠন,
শুরু থেকে হোস্টেলে –
মোটরগাড়িকে,খুব ভালোবাসি,
কেটে যায় হেসে খেলে!
সকাল বেলায়, সময় কাটাই,
গ্রিন গল্ফের মাঠে-
বান্ধবী বাড়ি, শুধু ব্রিজ খেলে,
দুপুর বেলাটা কাটে!
সন্ধ্যেবেলায়, সিনেমা হলেই,
হোটেলে রাত্রি বাস-
এবার বলুন! কোন প্রয়োজনে?
বাড়িঘর তল্লাশ?
কতো ফিরিস্তি! চাকরি, ব্যবসা,
কি করেন বলবেন?
সারাদিন ধরে,কতোনা খরচ?
পিছে কে গৌরী সেন?
–~০০০XX০০০~–