আপন পর -০২
মৃনাল কান্তি বাগচী
ভাবিনি কখনো তোমার থেকে,
পাবো এমন ব্যবহার,
তোমার মঙ্গল চেয়ে
হতে চেয়েছিলাম আপন তোমার।
আপন হতে চাইলেই
কেহ হয়না আপন,
এ ধরা বড়ই বিচিত্র
সব ইচ্ছে হয়না কখনো পূরণ।
মানুষ যখন অন্ধ নেশায়
হয়ে যায় দিশাহীন,
ভালো মন্দের জ্ঞাণ হারিয়ে
জীবনকে করে সঙ্গীন।
তোমার আচরনে তাই
হয়না আর তেমন কষ্ট,
যা নিয়তির লেখা থাকে
তা ঘটবেই, এটা আমার কাছে স্পষ্ট।
জীবন পথে চলতে গেলে
আসে কত ঘাত প্রতিঘাত,
তোমার আঘাতটাকে মেনে নিয়েছি
না করে কোন প্রতিবাদ।
এই পৃথিবীর রঙ্গ মঞ্চে
আপন পর বোঝা বড়ই দুষ্কর,
তোমার আপন হতে গিয়ে
নিয়তি মোরে করেছে পর।
তোমায় আমি দোষ দেবোনা
সবই আমার ভাগ্য,
তাইতো আর আপন পরের প্রতি
এখণ নেই কোন মোর আগ্রহ।।।
——-++++++++——–