“সবাই হাসবে শুনে! বউ ছাড়া হনিমুনে?”
প্রেমাঙ্কুর মালাকার
আমার জীবনে, উল্লেখনীয়,
এটিযে পর্যটন!
কেন বলছেন? আগে করেন নি,
কাছে পিঠে দর্শন?
সে সব করেছি! কিন্তু এবার,
চলেছি যে হনিমুনে!
শ্রোতার দুচোখ, ছানাবড়া হয়!
স্ত্রীহীন যাচ্ছে শুনে!
আপনার স্ত্রীকে, দেখছিনা সাথে?
একা হনিমুন হয়?
-তাকে তো আনিনি! একাই এসেছি
খরচ বেশীর ভয়!
বউ ছাড়া হয়? বলো বউভাত?
সবাই হাসবে শুনে!
মুর্খের মতো, তেমনি চললে?
বউ ছেড়ে হনিমুনে?
–~০০০XX০০০~–