মেঘের পালক
উপাসিকা চ্যাটার্জ্জী
লক্ষ হাজার স্বপ্ন পালক ভাসছে দেখো,
ভাসছে দেখো আকাশ জুড়ে,
মেঘের দেশকে ছুঁয়ে ছুঁয়ে উড়ছে তারা..
যাচ্ছে উড়ে অচিন গাঁয়ে।
ভালোবাসার আখর দিয়ে মনের সাজি উঠলে ভরে
শব্দ মালায় গেঁথে গেঁথে মনের মতো পদ্য লেখে।
নয়তো কিছু গল্প হলো।
প্রিয়তমার ইমন রাগে সুরের আগুন।
নৃত্য তালে ছন্দ ওঠে ঘুঙুর পায়ে।
কোন্ তরুণের তুলির টানে ফুটছে আকাশ?
কোন্ সুরে সেই মাতাল বাঁশি কাঁপায় বাতাস?
বাউন্ডুলে সেই ছেলেটি, নতুন একটা গান বেঁধেছে,
গান বেঁধেছে ছয়টি তারে।
কন্ঠ যে তার মুক্ত হয়ে ঝরনা ধারায়, কবির কথা
পৌঁছে দিল প্রাণের পরে।
সেই সুদূরের দৃশ্যটা ঠিক ছবির মতো এক যাদুকর
স্মৃতির পাতায় বন্দি করে। আবার তো কেউ কল্পনাতে মিশিয়ে ছবি, লুকিয়ে রাখা মনের কথা বলতে পারে।
তোমার গোপন ইচ্ছেগুলো দাও ছড়িয়ে,
তোমার সকল ইচ্ছেগুলো দাও ভাসিয়ে..
মাঠ পেরিয়ে, বন পেরিয়ে, আরো দূরে,
আরো দূরে…
ভাসতে ভাসতে পালক হওয়ার স্বপ্ন দেখে।
পালকগুলো উড়তে উড়তে… উড়তে উড়তে
নতুন করে বাঁচতে শেখে, নতুন করে হাসতে শেখে।
ওই দেখা যায় আকাশ পাড়ে একটা দুটো জমছে পালক।
জমতে জমতে মেঘ হয়ে যায়, জমতে জমতে মেঘ হয়ে যায়…
মেঘের পালক!
–~০০০XX০০০~–