// মা //
✍ অনিমেষ চ্যাটার্জি
তোমায় আমি হারিয়ে ফেলেছি মা,
এখানে খুঁজি ওখানে খুঁজি
রাতের কোলে দু চোখ বুজি
খুঁজে তো পাই না,
তোমায় আমি হারিয়ে ফেলেছি মা।
প্রথম আলো ফোটার বেলায়
স্বপ্নে ভেজা চোখের পাতায়
সেই যে আদর ছুঁইয়ে দিলে মা,
তবে কেন তোমাকে পাই না ?
তোমায় আমি হারিয়ে ফেলেছি মা।
নিত্য দেখি পথে পথে
ধুলো মলিন শয্যা পেতে
পেটের দায়ে হাত পেতেছো মা,
তবু তো চোখ চিনতে পারে না,
তোমায় আমি হারিয়ে ফেলেছি মা।
গর্ভগৃহের বেদী মূলে
তোমার কৃপা পাবে বলে
অহঙ্কার মাথা কোটে মা,
তবু তো মন তোমায় খোঁজে না।
তোমায় আমি হারিয়ে ফেলেছি মা।
খেলা শেষের একলা কোণে
বিচ্ছিন্ন রও আপন মনে
ব্যস্ত সময় খবর রাখে না।
তোমায় আমি হারিয়ে ফেলেছি মা।
ধানের ক্ষেতে ইঁটের ভাঁটায়
শিশু কাঁখে রাত প্রহরায়
তোমার ঘামে এ পথ গড়া মা
জীবন তবু তোমায় চেনে না।
তোমায় আমি হারিয়ে ফেলেছি মা।
ক্ষণের ছলে পলে পলে
প্রহর এলে প্রহর গেলে
ছবির ফ্রেমে নিজস্বীতে
তোমায় খুঁজি মা।
তোমায় আমি হারিয়ে ফেলেছি মা।
–~০০০XX০০০~–