# ন্যূনতম প্রার্থনা #
******************
মনীষা সান্যাল
সেই কবে থেকে হেঁটেছি যে অন্তহীন পথ….যেন সেসব এই জন্মে নয়,
প্রিয়জনের ছেড়ে যাওয়া শ্মশানের নীরবতা
ঘিরে ছিল মোরে,
‘বিষাদের চিল’ বসে ভালোবাসার শব ঘিরে ….এমনও তো হয়।
কোনমতে বেঁচে গেছি , প্রতিবারই বেঁচে যাই কবিতার হাতটুকু ধরে।
যে পথে চলেছি হেঁটে, হয়তো সে পথের শেষে শুধু মরুভূমি।
একাকীত্বের নেশা অজানা কারণে শুধুই হৃদয় খুঁটে খায়।
নব নব অভিঘাতে জীবন ক্রমেই হয় অনিশ্চিতগামী।
সংজ্ঞাহীন ইচ্ছের কি কোনো প্রত্যুত্তর হয়?
জীবন অপেরাতে আমি আজ শেষ সিনে
অভিনয় ছেড়ে দিয়ে পালাগান ধরি।
মাঝরাতে ঘুম ভেঙে ভাবনারা ভিড় করে,
প্রহসনে মোড়া এই দুর্দিনে
শেষের ভরসাটুকু কার হাতে অর্পণ করি???
চোখভরা আশ্বাস, অপরূপ মায়াজাল নিয়ে,
অলক্ষ্যে কখন যেন পাশে এসে বসেছিলে তুমি,
চলে গেছো আমাকে একরাশ বিষণ্ণ হতাশা শিখিয়ে….
আমি চুরচুর ভেঙে গেছি , তুমিও কি তবে মৌসুমী ?
না মিটুক সব আশা। হতে হোক সব
সুখ-বিলাস পরিহারী।
শুধু এটুকুই প্রার্থনা কোরো ,
আমি যেন আজীবন লিখে যেতে পারি।
…………………….
ধীরে ধীরে সব আঘাত থেকে যেন আমরণ জীবনকে শিখে যেতে পারি।।
–~০০০XX০০০~–