দ্বিতীয় ঢেউয়ের মাঝে
✍️ শিব প্রসাদ হালদার
না!
মনটা মোটেও ভালো নেই
কিছুই যেন ভালো লাগছেনা–!
দেশব্যাপী করোনার চরম বিপর্যয়ে
চতুর্দিকে শুধু মৃত্যু-মিছিল
ঘরে বন্দিবস্থায় সকলকে জিজ্ঞাসা-
তোমরা সবাই ভালো আছো তো!
কারো কারো খবরে ভীষণ চিন্তিত
টেস্টে ধরা পড়েছে পজেটিভ
আতঙ্কে মনটা হয়ে পড়েছে বড্ড দুর্বল
কেউবা নিরুপায়
স্বার্থপরতার যুগে “আপন ভালো পাগলেও বোঝে”
বুঝেও- আসবে কি কেউ এগিয়ে?
কেউ কেউ যারা দুদিন আগেও ছিল
আজ তারা নেই!
অবিরত খবর আসছে-
“অমুক” না ফেরার দেশে চলে গেল—-!
ক্ষনিকেই মনটা হয়ে যায় শোকাচ্ছন্ন।
টিভি খুলতেই দেখি
সংক্রমনের ক্রমাগত ঊর্ধ্বগতির গ্রাফ
চতুর্দিকে ভ্যাকসিন আর অক্সিজেনের সংকটে হাহাকার
শিউরে উঠি গণদাহের বেদনাদায়ক দৃশ্যে!
প্রশস্ত বুকের মাঝখানের হৃৎপিণ্ডটি
যেন ক্ষণিকেই যায় চুপসে
মনের কোনে ছোট্ট ভাবনা জেগে ওঠে
দ্বিতীয় ঢেউয়ের অভিশপ্ত স্রোতে
আমরাই বা আর থাকবো কতক্ষণ —!
কিন্তু,যতই আসুক ভাবনা
বাঁচার তাগিদে সচেতনতায় হবো সবাই সামিল-
আজকের দিনে এটাই সম্বল করে
জাগ্রত হয়ে
হয়ে উঠি সবাই সহনশীল——-!!
–~০০০XX০০০~–