তুমি হাঁটছ
কিশোর বিশ্বাস
তুমি হাঁটছ
ঋজু শিরে হাঁটছ
অজয়ের তীর ঘেঁষে হাঁটছ
রাঙা মাটির পথ ধরে হাঁটছ
তাল তমালের পথ ধরে হাঁটছ।
কিন্তু তোমার পদচিহ্ণ পড়ছে না
পথ বড় রুক্ষ
পা ক্ষত বিক্ষত
ঘামে তনু স্নাত
তবু তুমি হাঁটছ।
ঝড় আসছে
ধুলো উড়ছে
তোমার শ্রমশুদ্ধ শরীরে
দাগ লাগছে না।
বৃষ্টি আসছে তুমি ভিজছ।
তবু তোমার থামা চলে না
তোমার ক্লান্ত হলে চলে না
তোমার শ্রান্ত হলে চলে না,
তোমার পথ হারালে চলে না
তুমি লক্ষ্যে স্থির।
–~০০০XX০০০~–