“রবীর অবতার”
রণজিৎ মন্ডল
রবীর আলোয় হয়েছিল বিশ্ব আলোকিত,
তাঁর আলোতে মুগ্ধ স্নানে সারা
বিশ্ব পুলকিত।
রবী শুধু কবি তো নয়, মনের প্রদীপ
জ্বেলে,
হয়েছিল উদয় সবার অন্ধ চোখকে
খুলে।
তাঁর লেখাতে তাঁর ভাষাতে হৃদয় মাতাল হয়,
যা লেখা তাঁর সবই যেন সবার মনের
কথা কয়।
দূর দূরান্তে দিক দিগন্তে বাজে রবীর
সুর,
দূঃখ সুখের, প্রেম বিরহের ভোগ ত্যাগ
এর কাহিনী যে মধূর।
জগৎ আজও ভোলেনি তাঁর অমর অবদান,
বিশ্ব কবি রবীন্দ্রনাথের জন্মদিনে গাই
তাঁর জয়গান।
উঠবে রবী ডুববে রবী আসবে অন্ধকার,
মনের রবী জ্বলবে সারা বিশ্ব জুড়ে
রবীর অবতার।
–~০০০XX০০০~–