মুক্ত জানালা
মৃনাল কান্তি বাগচী
এতোদিনে যে ছিলো মোর
আজানা অচেনা,
আজ কেন মনে হয়
সে বহু দিনের চেনা।
ভালোবাসার গোপন ডোরে
পড়লো বাঁধা সে আপন করে।
সে এতোদিনে ধরা দিতে চেয়েও
দেয়নি ধরা,
সেই গোপন রহস্য আজও
আমার রইলো অজানা।
অজানার মাঝে জানতে পারা
তারই মাঝে বিপুল সাড়া।
মন আমার হারিয়ে যায়,
নতুন করে তাকে পাওয়ায়।
অজানা অচেনা হয় যখন চেনা জানা,
আর থাকেনা কোন মানা,
সে যে আমার আকুল করা
বদ্ধ ঘরের মুক্ত জানালা।
দিবানিশি তাকে হেরি
ভাসিয়েছি মোর সুখের তরী।
প্রেমের তরী যায় ছুটে সেই অজানা দেশে,
মন আমার ডুবে আছে ভালোবাসার আবেশে।।
–~০০০XX০০০~–