ফিরায়ে দিও না
✍ রণজিৎ মন্ডল
আমি তো আবার এলাম,
জানি না ফিরিয়ে দেবে কি না!
তোমার ইচ্ছায় আমার চলা, তোমার ইচ্ছায় আমার বলা,
সব মনের মত হয়তো
হবে না,
আমি যে তোমার মনের মত না।
এসেছি দুয়ারে অন্ধকারে,
তোমার আলোয় নেব
ভরে,
যা দেবে, যতটুকু দেবে আমারে,
অবহেলায় অনাদরে রাখিব বুকে করে,
জানি বেড়ে যাবে
বুকের যন্ত্রনা, তবু মনে শান্তনা।
এই আমি নই সেই আমি,
ভালো করে চেয়ে দেখ তুমি,
কখনো দেখনি মুখপানে মোর, এখনো দেখনা।
একটু দেখো, একটু কথা বল, একটু ভালোবাস আমায়,
ফিরাতে পারবে না
তখন, দুয়ারে আমি
যখন,
নিয়ে বুকে না পাওয়ার যন্ত্রনা।
হাজার মানুষের ভীড়ে,
মিশে যাইনি ধীরে,
পড়েছে তোমায় মনে,
এসেছি তোমারই নীড়ে,
যদি কিছু দাও, যদি কাছে নাও,
রইব তোমাকে আপন করে,
মনের সাগর তীরে,
যত দাও দূরে ঠেলে,
দূঃখ বেদনার ঢেউয়ে
আবার আসিব ফিরে,
করিও মোরে ক্ষমা,
ফিরায়ে দিও না।
–~০০০XX০০০~–