“করোনাকে করব জয়”
✍️শিবপ্রসাদ হালদার
মরণব্যাধি করোনায়
বিশ্বকাপে তাড়নায়
দেশ-বিদেশে মৃত্যু-মিছিল
ওষুধ মিলেও হচ্ছে অমিল
গণ চিতা জ্বলছে কত
দেখছে সবাই অবিরত
অক্সিজেনের হাহাকার
এ দায় আজ তবে কার?
আতঙ্কে কাটছে দিন
ঘোর সংকটের সম্মুখীন
করোনায় করছে গ্রাস
বিশ্বজুড়ে জাগছে ত্রাস
চতুর্দিকে হাহাকার
গৃহে বন্দি রুদ্ধ দ্বার
ভাবনা চিন্তায় নাভিশ্বাস
থমকে গেছে সব উচ্ছ্বাস
বাঁচতে গিয়ে চেষ্টা সবার
হচ্ছে সবাই জেরবার
কাটবে ঠিকই বিপর্যয়
থাকবে না আর মনে ভয়
এই পৃথিবী শান্ত হবে
আসছে বুঝি সেদিন কবে!
করোনাকে করবই জয়
জাগুক মনে এই অভয়—!