সই তোকে
✍ ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার )
তোর চোখের কাজল
কপালের টিপ আর
কোকিল কালো কেশে
হারিয়ে গেছে ছেলে বেলা
কিশোর কালের জোশ
প্রৌঢ় জীবন নিস্কর্মা অবশেষে।
দীন দুঃখী ঘরের ছেলে বটে
মনটি ছিল উদার আকাশ
তারার মতো চোখে ছিলি তুই
মন মোহিনী প্রান সজনী আষ্ঠী
সমাজ সংসার স্বার্থ নেশায়
আজও তোকে চোখে হারাই জুঁই
মনের মাঝে লাখো নরক তোর
তোর বাপটা আরও মন্দ ছিল
আমার কাছে বাঁচা মরা তুই
একলা ঘর একলা দরজা সেটে
মনের জ্বালা মনে তালা ঐটো
তাইতো আজও একা একা শুই।
–~০০০XX০০০~–