সংকীর্ণ রাজনীতি
✍ সোমনাথ প্রামানিক
সহস্র কণ্টক ছড়াইয়া পথে
রাখিয়াছে অজস্র সমাজপতি ।
বিদ্ধ হইতেছে পদতল ,
যন্ত্রণা দিয়া রুদ্ধ করিতে চাহে মোদের গতি ।
উজ্জ্বল চমকিত সে বাণী ,
কতনা করিতেছে তাহারা রঙিন শপথ ।
ভাঙিয়াছে বহুবিধ স্বপ্ন ,
গড়িয়া শিশার পথ ।
আগামী ভবিষ্যখানি ধ্বংসপ্রায়
বর্তমান এই যুবসমাজের ,
কঙ্কালসার করিয়া ছাড়িল তাহারা
সৃষ্টির এই সুন্দর জগতের ।
কত না নিষ্পাপ প্রাণ ,
কারিয়া লোহিতে প্রচেষ্টা আপ্রাণ ।
হাজার উস্কানি বাণী
সিংহাসনের তরে অমৃত রূপে করিতেছে দান ।
প্রহরিত মতামত নামের যন্ত্র ,
লুট করিবে ঔদ্ধত্য এতই তাদের ।
প্রহরীরে দিয়াছে বুঝি উপঢৌকন
পুনঃপুন সন্দেহ হইতেছে আমাদের ।
রাজা কহে উচ্চস্বরে বাদশারে ,
শুন ওহে গোবর্দ্ধন ।
তোমারে উৎখাত করিতে পারি আমি
আমার আকার আকাশের মতন ।
সকলে আউড়াইয়া বুলি
পরস্পর পরস্পরকে দিতেছে গালি ।
বাক্যের শব্দ করিতেছে নগ্ন ,
বিজ্ঞ জন মোরা তবুও শুনিতেছি সকলি ।
নাট্যকার গীতিকার সুরকার বাদ্যকার
আরও কতো পণ্ডিত ।
পাল্লা দিয়া করিতে চাহিছে সেবা
ঈশ্বর ও বুঝি তাই আজ স্তম্ভিত ।
মনুষ্য হইলো শ্রেষ্ঠ প্রাণী
তবুও ধর্মের নামে বিভেদের রীতি ।
উৎসাহে লম্ফদিয়া উহারা
চতুর্দিকে ছড়াইতেছে দুঃসহ এই জনশ্রুতি ।
দাবার গুটির ন্যায়
ক্রমান্যয়ে পাল্টায়তেছে তাহারা রণনীতি ।
দুর্ভাগ্য ,জন্ম হইয়াছে এ পোড়া দেশে
দেখিয়া যাইতেছি এই সংকীর্ণ রাজনীতি ।
–~০০০XX০০০~–