শূন্যতার মাঝে আকাঙ্খা
✍ মৃনাল কান্তি বাগচী
আমার মনের মাঝে আছে যে জন,
সে কি সত্যি বোঝেনা মোর মন?
আমি বেড়াই ঘুরে দেশে দেশে,
মন থাকে সদা তার পিয়াসে।
সে জেনে বুঝে থাকে দূরে দূরে,
তার বিরহে বক্ষ ভাসে মোর অশ্রু নীরে।
বসন্তের ওই নবীন হাওয়ায়,মন আমার হারিয়ে যায়,
তবুও তার সনে একটি বারেও দেখা না হয়ে, দুঃখ পায় মোর হৃদয়।
চৈতি রাতের চাঁদের আলো
লাগেনা আর মোটেই ভালো।
শূন্য হৃদয়ে থাকি একা
আর কি তবে তার সনে হবেনা দেখা?
সব কিছু মোর লাগে ফাঁকা
মনের মানুষ ছাড়া আমি বড়ই একা।
তবুও থাকে মনের মানুষ দূরে দূরে,
হয়না পাওয়া তাকে আপন করে।
শূন্যের মাঝে শূন্য হেরি
শূন্যতাকে তাই নিয়েছি আপন করি।।।
–~০০০XX০০০~–