মায়ের কান্না
✍ রণজিৎ মন্ডল
বৃথা ক্রন্দন তব মৃত্যুতে আপন জনে,
পাবে না ফিরিয়া তারে,
গিয়াছে যে ছাড়িয়া তোমারে,
মায়ের ক্রন্দনের মত
নিষ্ঠুর করুণ ভাষা, নিষ্ঠুর বেদনা,
পেয়েছ কোথাও কারো মনে, কোন অভিধানে!
মা, মা বলিয়া ডাকিবে কি কখনো?
পাবে কি দেখা কোনখানে?
সবই জানে অবুঝ মায়ের মন,
সবই জানে।
থামে না তবু ক্রন্দন,
থামে না চেয়ে থাকা
আকূল নয়নে তার মুখ পানে।
এই তো একটু আগেই
ডাকিয়াছিল মা বলে,
কেন গুলি এসে এফোড় ওফোড় করিল তাকে!
কি দোষে মারিলে মোর প্রাণের সন্তানে।
কত লোক আসে, কত কি জানিতে চায়,
কেউ বলে না এসে,
এই যে তোমার আদরের বুকের পাঁজর, আসিয়াছে ফিরে দেখিতে মোরে,
আমার অশ্রু মুছিয়া মা বলিয়া জড়িয়ে ধরে,
বলিবে এই তো আমি আসিয়াছি মা,
যাবো না তোমাকে ছাড়িয়া কোনখানে।
না, কেউ পারে না, ফিরিয়ে দিতে, শুধু মিথ্যা শান্তনা,
কেউ বোঝে না মায়ের কান্না,
যে হারিয়েছে সেই শুধু জানে।
যার ব্যাখ্যা নেই কোন
অভিধানে।
মায়ের কান্নার অন্য কোন ভাষা,
কেউ কি জানে?
না, শুধু মা ই জানে,
মায়ের কান্নার মানে!
–~০০০XX০০০~–