আবার আমি আসবো ফিরে
✍ কিশোর বিশ্বাস
আবার আমি আসবো ফিরে
আসবো মা তোর কোলে
হয়ত এবার শওলা হব
চালতা গাছের তলে
হয়ত হব গুগলি শামূক
মজা নদীর তীরে
তবু আমি আসবো মাগো
তোর কোলেই ফিরে
হয়ত হবো নতুন জলে
কই টুবুরি মাছ
হয়ত হবো গভীর বনে
এই টুকুনি গাছ
হয়ত হবো কাঠ ঠোকরা
ঠুকুর ঠুকুর বনে
আমি ছিলাম আমি এলাম
পড়বে কি তোর মনে ?
হয়ত হবো টোনাটুনী
বেগুন গাছের ডালে
হয়ত হবো দেশী কাকড়া
অনামী কোন খালে
চামচিকি ও হতে রাজী
তোমার চরন পেলে
কত দুঃখ আমার মাগো
আসতে হল চলে ।
–~০০০XX০০০~–