রোদ-চশমা
✍ মধুমিতা রায় চৌধুরী মিত্র
মনে পড়ে তোমার সবজে রোদ-চশমাকে?
কেমন সৌখিন ভাবে পড়তে!
রোদ, ধুলো, বালি–
এমনকি চোখের কোণের চিকচিকে অভিমানী নোনাজল,
বা তোমার নির্ঘুম রাতের চোখের তোলার কালিকে,
কেমন নিমেষে ঢাকতো সে!
এসবের জন্য দায়ী তুমি আমাকেই করতে,
আবার আমার কষ্ট বাঁচাবার জন্যে,
আমার থেকেই ঢাকতে।
আছে কি সেই সবজে রোদ-চশমা যত্নে এখনো?
একবার ছুঁয়ে তাকে দেখবে?
দেখতো তাতে আমায় দেখা যায় কি না!
–~০০০XX০০০~–