নববর্ষ
✍ সুমান কুণ্ডু
সুস্বাগতম! ১৪২৮ নববর্ষ
উঠুক জ্বলে চারিধারে আলো
বুদ্ধি জ্ঞানের দীপ্ত স্পর্শ
সবাই যেন থাকে ভালো।
‘নেই! নেই!’ হাহাকারের মাঝে
না পাওয়ার আর্তির সাথে
সকল চাওয়া-পাওয়া যেন সাজে
থাক সবাই বেঁচে ‘দুধে-ভাতে’।
দুবেলা ভরপেট মাছ-মাংস
না খেতে পেলেও যেন না হয়
আমাদের সব কথার অপভ্রংশ
মন যেন না ভরে ব্যাথায়।
নববর্ষ! তুমি এসো বারে বারে
গরিবের সকল শোক সামলে
সময় যেন কাটে ধারে-ভারে
ওঠে নেচে মন তোমায় ভাবলে।
নতুন বছর নিয়ে এ কবিতা
সকলের মন কি ছোঁবে?
এ নয় আমার বাহ্যিক ভণিতা-
‘Like’ দিও তাই একটু ভেবে।।
–~০০০XX০০০~–