নববর্ষ-চৌদ্দশ আঠাশ
✍ শিব প্রসাদ হালদার
এলো আজ নতুন বছর
চৌদ্দশ আঠাশ,
আঁধার কাটিয়ে পূর্বাকাশে
রক্তিম পূর্বাভাস।
ফেলে আসা বছরটিতে
যা হারালাম আমরা সবাই,
আরো ভালো আরো বেশি
পাই যেন তাই সবাই।
হে বিধাতা! সুখী করো
অ-সুখেতে আছে যারা,
হেসে-খেলে কাটুক বছর
ধন্য হোক সবাই তারা।
বিশ্বজুড়ে সুখের জোয়ার
উঠুক জেগে নুতন বেশে,
হিংসা-দ্বেষ যাক ধুয়ে যাক
এই ধরারই সকল দেশে!
–~০০০XX০০০~–
সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা!
সবুজ স্বপ্ন” এর নিয়মিত পাঠক এবং লেখক বন্ধুদের জন্য রইল শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
ওয়েব ম্যাগাজিন “সবুজ স্বপ্ন” এর সম্পাদক মহাশয় কে জানাই অসংখ্য ধন্যবাদ। পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি
ধন্যবাদ 💐💐💐