নতুন প্রভাত
✍ রণজিৎ মন্ডল
এসো এসো, নতুন প্রভাতে নতুন আলো নিয়ে এসো,
মম হৃদয় আকাশে এসে আলোর জোয়ারে ভাসিয়ে
মোরে, নতুন করে ভালো বেসো।
নতুন বছরের নতুন দিনে নতুন হয়ে
দেখা দাও মম হৃদয়ে,
পুরানো যা কিছু স্মৃতির ঘরখানি
ভরিয়ে,
অন্ধ আবেগ, অন্ধ বিবেক, অন্ধকারে
রেখে এসো।
আমায় আবার নতুন সূর্যের আলোর
মত ভালোবেসো।
এসো এসো নতুন প্রভাতে নতুন আলো
নিয়ে এসো।
যেও না ভুলিয়া আমারে, রেখো না ফেলিয়া আঁধারে,
যে আলোয় তুমি ভরাবে হৃদয় সে আলো দিও গো আমারে,
ভাসিয়া ভাসাও আমারে যদি নতুন
আলোয় ভাসো।
আমি যুগ যুগান্ত ধরিয়া, আঁধারে আলোতে তোমাতে থাকিব মিশিয়া,
যাক্ না মিশিয়া পুরানো আসিয়া
নতুনকে বুকে ধরিয়া,
পুরানো নতুনে মিলিয়া গড়িব আবার
নতুন পৃথিবী,
কাঁদিয়া হাসিয়া নাচিয়া নাচিয়া প্রথম
বৈশাখে এসো।
এসো এসো নতুন প্রভাতে নতুন আলো
নিয়ে এসো।
–~০০০XX০০০~–