তুমি আর আমি
✍অমৃতা সাহা
সরীসৃপের মতো রাত নেমে আসে,এই বটের ছায়ায়।
গতজন্মের ব্যাধি নিয়ে ছেড়ে গেছে যারা,তাদেরও
শিরা উপশিরায় ব্যথার মেঘ নামে।
মৃত পাখির পালক মাড়িয়ে এগিয়ে চলে শববাহী শকট।
রাস্তার মোড়ে হাল্কা ভীড়ে খই, বাতাসা, আর মুদ্রাস্ফীতি।
তোমার আমার শব ছুঁয়ে আছে বিকেল রঙা মেঘ।
রাতের অন্ধকারে কারা যেন চুপিসারে হাতড়ায় বালিশ-বিছানা, ঘুণে ধরা আলমারি।
চকচকে জিভ চেটে নেয় হিসেব নিকেষ।
তুমি আমি এক পলকের জন্য ভুলে যাই, আমরা এখন ছেড়ে যাওয়া মানুষ।
আমাদের কোনো মায়াবী বিকেল থাকতে নেই।
–~০০০XX০০০~–