চোখও নদী
✍ মণিকা বড়ুয়া
তোমার ফাগমাখা মুখ আজো
বুকে বীণা বাজায়।
তোমার সবল বুক আজো
স্মৃতির ঝাঁপি খুলে
বসন্ত বানায়।
তোমার কিশোর মন চঞ্চল হরিণের মতো আজো বুকে
গুঁজে দেয় বীজমন্ত্র।
সে মন্ত্রে আমার সকাল দুপুর
সন্ধ্যা গড়ায়
সারাজীবন ভেসে উঠি, নেচে
যাই, মেতে পড়ি
জীবনের পাড়ায় পাড়ায়।
চুলের বেণী আলগা হয়
খসেপড়ে শরীরের পাড়াপাড়।
সন্ধ্যেও সকাল হয়ে যায়—
সে সব ভাবনায়
চোখও নদী হয়ে যায়।
–~০০০XX০০০~–