কিছু প্রলাপ
✍ শ্যামাপ্রসাদ সরকার
যদি চলে গিয়ে থাকি
অবাক জারুলের পাশটিতে,
তোমার সূচনা বরং কাঁপুক ছবিঘরে একা!
আমি অনন্ত সময় হয়ে চলে যাই তবে!
আমার জন্মদাগটুকু রেখে যাব জেনে রেখ,
প্রতিটি ঐহিক অবহেলার দেহভোগে!
আজ বিনিদ্র আমি
তাই আমার প্রতিটি রাত্রি আসুক
নিঃসঙ্গ নৈতিকতা ভেঙে দিয়ে।
মরণের ঘুমঘোরে আকূল আসীন!
–~০০০XX০০০~–