হিজিবিজি
✍ প্রেমাঙ্কুর মালাকার
চিত্রশিল্পী, পাবলো পিকাসো,
জন্ম যে তাঁর স্পেনে-
নিরলস শ্রমে, খ্যাতির চূড়ায়,
জীবনে হার না মেনে!
ভদ্রমহিলা, প্রদর্শনীতে,
ছবির বোঝেনা মানে;
পিকাসোকে বলে,”কীসব,আঁকেন,
হিজিবিজি টানে টানে?”
“কী মাথামুণ্ডু, ছবিযে আঁকেন,
কিছুই যায়না বোঝা-
ওসব ছবির, কোন মানে আছে?
খুলে বলুন না সোজা?”
পিকাসো জবাবে, বলে মহিলাকে,
“চিনা ভাষা আছে জানা?”
আমতা আমতা, করেই মহিলা,
মাথা নেড়ে বলে, “না না!”
পিকাসো বলেন,”কিচিরমিচির,
চিনা ভাষা অক্ষরে –
কতো কালজয়ী, সাহিত্য আছে,
চিন দেশে থরে থরে!”
“আপনি অবুঝ! মানে বোঝেন না,
হিজিবিজি লাগে চোখে!
খুব বেরসিক!প্রদর্শনীর,
ছবির স্বপ্নলোকে!”
–~০০০XX০০০~–