নারী দিবস
✍ মনিকা বরুয়া
নারী দিবসের সূর্য উঠেছে
মেয়ে বোনেদের মাথায়
সব বাধা বিপত্তি দূরে করে
এগিয়ে যায় পথ, প্রকৃতি বংশধারায়।
নারী দিবস পূর্ণ হোক, পূর্ন্য হোক,
গানের সুরের ভরে উঠুক।
দূর হোক সব অশুভ মন, কাজ, নিযার্তন – দূর্বিপাক
নারী জীবন শুভ সুন্দর উৎসারে দিশা পাক।
–~০০০XX০০০~–