কে যেনো ডাকে
✍ অশোক কুমার দাস
দূরের থেকে করুন স্বরে
কে যেনো ডাকে এই আমাকে
নামটি ধরে।
দেখি তাকিয়ে হাত বাড়িয়ে
আছে দাঁড়িয়ে দুয়ার জুড়ে,
যাচ্ছে ডেকে এক নাগাড়ে
এই আমাকে।
হৃদয় দুয়ার খুলে
একবার ডাকিস
দেখবি পরে সারা জীবন
খুশিতে ভরে থাকবে মন
এই কথাটি বলার শেষে
বিলীন হল আঁধার দেশে
চিনতে নারি বুঝতে নারি
সেই প্রভুকে
মিলিয়ে গেলো এক পলকে আঁধারের ঐ পথটি ধরে।
–~০০০XX০০০~–