যীশুর বিচার
✍ শিবপ্রসাদ হালদার
ঐ চলেছে বিচার সভা
হচ্ছে বিচার প্রভূযীশুর,
ক্রুশবিদ্ধ ত্রাণকর্তা
বাজছে বড় করুন সুর!
নয়তো বিচার সব প্রহসন
দন্ডাদেশ হল বহাল,
জেরুজালেমের কালভারিতে
যীশুর রক্তে হল লাল!
যত পাপী মত্ত ওরা
রপ্ত ওদের উগ্র সুর,
ঐ চলেছে বিচার সভা
হচ্ছে বিচার প্রভূ যীশুর!
রক্ত ঝরে নৃত্য করে
মত্ত ওরা যত দানব,
হাসি মুখে মৃত্যুবরন
হারিয়ে গেল মহামানব!
শোকে দুঃখে কাতর সবাই
বাজল তবু উগ্র বেসুর,
ঐ চলেছে বিচার সভা
হচ্ছে বিচার প্রভূ যীশুর!
–~০০০XX০০০~–