মানুষ ভাবো
✍ কাকলি ঘোষ
এই যে মেয়ে, শোন এদিকে
যাবো না গো ঝোপের দিকে –
বলিস কিরে? কিসের বিচার?
একটা কথাও শুনতে বেজার?
বেজার কিসের ? বলই নাকো
শুধু, ঝোপের ধারে যাব না গো।
কেন রে মেয়ে ভয়টা কোথায়?
বাঘ ভাল্লুক নেই তো হেথায়__
বাঘ ভালুকে ভয় করি না
ভয় করি না দত্যি দানো
এদিক পানে এসে দাঁড়াও
আসল ভয় টা বলছি শোন।
নখ লুকিয়ে, দাঁত লুকিয়ে
থাকে যারা মানুষ সেজে__
ঘাপটি মেরে খাবল বসায়
এদিক ওদিক সকাল সাঁঝে।
ভিড়ের মাঝে, ঝোপের ধারে
সুযোগ পেলেই জাপটে ধরে__
ভয়টা তাদের , পষ্ট বলি
দেখতে পেলেই এড়িয়ে চলি।
এই মেয়ে তোর বয়স্ কত?
এরই মধ্যে জানিস এত?
বয়স কত জেনে কী লাভ?
কারুর জেনো নেই কোন মাপ।
লুকিয়ে যখন মাংস ছেঁড়ে
রক্তধারা গড়িয়ে পড়ে__
পাঁচ কিম্বা পঞ্চান্ন
ব্যাথা কিছু হয় না ভিন্ন।
মানুষ তো নই আমরা নারী
সব কষ্ট সইতে পারি।
শোন রে মেয়ে , থাক ও কথা
বুঝতে পারি তোদের ব্যথা।
কী হল রে? চললি নাকি !
কথা তো আর নেই কো
বাকি?
তবু ও যদি শুনতে চাও?
আরো কিছু বলতে দাও
একটা কথাই বলে যাবো
মেয়ে নয় কো মানুষ ভাবো।
–~০০০XX০০০~–