মধুর বসন্ত
✍ অনিমেষ
রাতের শেষে ভোর এসেছে
ছড়িয়ে দিয়ে সোনার আলো
ক্লান্ত চোখে রাতের তারা
ঘরের পানে পা বাড়ালো।
হিল্লোল আজ নতুন পাতায়
দখিন হাওয়ার ঘুম ভাঙানি
গাইছে কোকিল মধুর স্বরে
নতুন দিনের আগমনী।
লাজে রাঙা কৃষ্ণচূড়া
শিমুল পলাশ জ্বালায় আগুন
প্রেম এসেছে মনের ঘরে
এসেছে আজ মধুর ফাগুন।
রঙের ডালি ফুলের বাহার
ছড়িয়ে পড়ে দিকে দিকে
গন্ধে মাতাল ওলি ভ্রমর
সোহাগ ভরে পরাগ মেখে।
শাল পিয়ালে কানাকানি
মুকুল দোলে আমের শাখায়
প্রজাপতির ব্যস্ত ডানা
মুখর হলো নীরবতা।
নতুন আশা স্বপ্নেরা সব
ডাক দিয়েছে তোমায় আমায়
ভালোবাসার ছোট্ট বাসা
এই বসন্তে আজ দুজনায়।
–~০০০XX০০০~–