ভার্চুয়াল রিলেশন
✍ মনিকা বড়ুয়া
ভার্চুয়াল রিলেশনে মেতে উঠেছি সবাই
ক্রমশঃ ক্রমশঃ –
আনন্দ বেদনা, দুঃখ কষ্ট হাসি -গান
উপচানো দুয়ার ঐ সোস্যাল মিডিয়াই।
বাগান , বাড়ি, ঘর
বিছানা বালিশ
সোফাসেট থেকে পাপোশ
হেঁসেল বাটি থেকে ঘটি
শোওয়ার ঘর থেকে বাথরুম
কিছুই বাদ পড়ে না আপলোডের অঞ্জলিতে
দীর্ঘ র্দীঘ পথশ্রমের দিনশেষ
এক মুঠোয় পার – দূরত্ব অশেষ।
যেন সেই প্রাচীন ঋষিদের তপস্যা সিদ্ধি
দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ছি উড়ছি।
হাতের আঙ্গুলের ছোঁয়ায় পার হই বিশ্ববলয়।
যেন সেই জাদু কাঠি
হাতের ছোঁয়ায় খাবার হাজির
হাতের টোকায় হাজির ল্যাহাঙ্গা, শাড়ী, ব্যাগ, বই, জুতা।
ভার্চুয়াল ডিজিটে আজ মুহূর্ত পার
জাপান থেকে জার্মানি
জম্বু থেকে জলপাইগুড়ি
মেঘালয় থেকে মায়ানমার।
–~০০০XX০০০~–