দুখের মাঝে সুখ
✍ মৃনাল কান্তি বাগচী
ঝুঝিনি কখনো আমায় পেয়ে তুুমি নও সুখী,
তোমায়তো দেখতে চাইনি কখনো আমি দুখী।
আগে যদি জানতাম তোমার এই মনোবেদনা,
আমার সাথে তোমার জীবন জড়াতামনা।
বলো,বলো, কি করিলে এখণও হবে তুুমি সুখী?
আমি সে কাজ করিবো যদি না হয় তুমি দুখী।
আমায় ছেড়ে রদি তুুমি চলে যেতে চাও,
তোমার সুখের তরে বাধা দেবোনা তোমায়।
তুুমি সুখী হলে, সে মুক্তি দেবো তোমায়,
আমার ভাগ্যে যা আছে তা মেনে নেবো নির্দ্বিধায়।
সুখী হতে চাইলেই সুখ পাওয়া যায়না এ ধরায়,
জীবনে সুখের ভাগ্য যে বিধাতার অভিপ্রায়।
তুুমি সুখী হলে,তাতেই সুখ খুঁজে নেবো আমি,
দুখের মাঝেও সূখ খুঁজে পাবো, যদি সুখী হও তুমি।।।
–~০০০XX০০০~–