ঘরে থাকো
✍ রণজিৎ মন্ডল
আমি চাই তুমি ঘরে থাকো,
তোমার নয়নে বিশ্বকে দেখো,
কি আতঙ্ক, কি উদ্বেগ, কি উন্মাদনা, কি আশঙ্কায় বিশ্ব
আজিকে শ্মশানের নীরবতার অগ্নিপরীক্ষায় রত, তা বুকে ধরে রাখো।
যদি জিতে যায় এই যুদ্ধের মহড়ায়,
দেখিবে এক নতুন পৃথিবী, যদি বেঁচে থাকো।
যেখানে থাকিবে না হিংসা, বিদ্বেষ, ঘৃনা,
ভালোবাসার এক নতুন অধ্যায়ের
হবে সূচনা,
ঘরে বসে তার ছবি আকো।
গোলা বারূদ নয়, শুধু একটি অদৃশ্য
ভাইরাসের ভয়,
গড়ে দিতে পারে মানুষের দূরত্বের
শাকো।
নতুন স্বপ্ন নিয়ে ঘরে বসে
সেই ছবি আকো।
–~০০০XX০০০~–