কোর্টে মধুর তেজ!
✍ প্রেমাঙ্কুর মালাকার
ব্যারিস্টারিতে, মধুসূদনের,
উঁচু গলা ভাঙা স্বর!
তেজোময় ভাষা! যুক্তিতে ঠাসা!
কোর্টে তুলতো ঝড়!
সেসময় এক, বিচারক ছিলো,
স্যার লুইজ্যাকসন-
দুঁদে জজ তবু, পাত্তা দিতোনা,
তাকে তো মধুসূদন!
একদিন মধু, ভাঙা উঁচু স্বরে,
কোর্টে কামান দাগে!
বক্তৃতা শুনে, জ্যাকসন খুব,
জ্বলে তেতে ওঠে রাগে!
বল্লো,”কোর্টে, শান্ত কন্ঠে,
আপনি বলুন কথা!”
তবু মধু তাকে, গ্রাহ্য করেনা,
পাত্তা দেয়না যথা!
–~০০০XX০০০~–