স্বস্তি
✍ মৃনাল কান্তি বাগচী
বিরহী প্রেমিক আমি
লিখি প্রেমের কবিতা,
প্রেয়সী মোর বিদায় নিয়েছে
যে ছিলো ভালোবাসার সবিতা।
আলোহীন অন্ধকার এখণ
মোর জীবনের নিঝুম সাথী,
তবুও তারি মাঝে খুঁজি আমি
আমার একাকীত্বের সমব্যথী।
যে ছিলো মোর সুখ দুঃখের
একান্ত সহচর,
নিয়তির করাল রোষে
ভেঙে গেল মোর ভালোবাসার ঘর।
অনুপস্থিতির মাঝে
অনুভবি তারি উপস্থিতি,
দুঃখের মাঝে তাকে স্মরিয়ে
খুঁজতে চেষ্টা করি স্বস্তি।
স্বস্তি চাইলেই কি
স্বস্তি পাওয়া যায়?
স্বস্তি জীবনে সহজ নয়
স্বস্তিতো মহার্ঘ্য হায়!
অস্হির জীবনে সুস্হির জন্য
করি কত প্রচেষ্টা,
সব কিছু এলোমেলো হয়ে
অনুভবি শুধু কষ্টটা।
শূন্যতার মাঝে বারে বারে
প্রেয়সীকে মোর মনে পড়ে,
তাকেতো ভুলতে পারিনা
যে রয়েছে সদা অন্তরে।
অন্তরের অন্তরে থাকিলে কেহ
তাকে কভু সরানো যায়না,
দিবানিশি তাকে দেখা যায়
তাকে কখনো ভোলা যায়না।।।
–~০০০XX০০০~–