শয়নে স্বপন
✍ রণজিৎ মন্ডল
পরিচয়ে সমৃদ্ধ চকিত শোভিত আকূল নয়ন,
নিষ্ঠুরতায় ঝরিছে বারী, শুকায়ে মরু হৃদয় তখন।
কুড়িতে উড়িয়া পাপড়ি মেলিয়া,
সবুজে মিশিয়া
বিলায়ে আগুন,
শুকায়ে নিশিতে পড়িছে ঝরিয়া, ধূলাতেই শেষ বসন্ত ফাগুন।
অনন্ত আলোয় জীবন্ত প্রভাতে,
কাকলি, কোকিলে ভরালে মনেতে,
দিগন্তে হারিয়ে আমারে কাঁদিয়ে
কাঁদো কেন নীরবে,
শয়ন স্বপন।
বিফলে অকালে সকালে স্মরণ,
করিয়া যাপন অন্ধ কানন,
আজও অপেক্ষায় কাঁদিয়া যায়,
সুখ দূঃখের নিমিলিত নয়ন।
–~০০০XX০০০~–