রঙ লেগেছে
✍ কাকলি ঘোষ
রঙ লেগেছে মনের কোণে
শিমুলে আর পলাশ বনে
কৃষ্ণচূড়া আবির ছড়ায়
রঙে রঙে আকাশ রাঙায়
দোপাটি আজ ঘোমটা খোলে
ঝুমকো লতার দোদুল দোলে
কামরাঙা বউ মুখ টি ঢাকে
বউ কথা কও তাকেই ডাকে
শিরীষ বকুল আমের মুকুল
গন্ধে যে আজ ভুবন আকুল
ফাগুন হাওয়ার সুরে সুরে
উদাসী মন যায় যে দূরে
প্রজাপতির রঙ্গীন পাখে
মুগ্ধ চোখে স্বপন মাখে
পূর্ণিমা চাঁদ বাঁধ ভেঙেছে
জোয়ার জলে কূল ভেসেছে
মাতাল মন আজ মহুয়া ফুলে
শাল পলাশের সঙ্গে চলে
এমন দিনে কে রয় ঘরে
মাতাল বাঁশি বাজলে পরে
ফাগুন দিনের মধুর সুরে
সবার হৃদয় উঠুক পুরে।
–~০০০XX০০০~–