দোলে হই হুল্লোড়!
✍ প্রেমাঙ্কুর মালাকার
ছাত্র ছাত্রী ক্লাসেই খেলছে দোল ;
এর ওর গায়ে ছিঁটিয়ে দিচ্ছে জল ;
এই নিয়ে শুরু তুমুল গণ্ডগোল!
ছুটে যাই ক্লাসে সামলাতে কোলাহল
আজ ইস্কুলে সাড়েদশ টায় ছুটি
আসে রঙ নিয়ে উৎসাহী মেয়ে ছেলে
আগাম দোলের শুরু হলো হুটো পুটি
একে অন্যকে দিচ্ছে সেরঙ ঢেলে !
কঠোর শাসন করতে পারিনা আজ ;
মনে পড়েযায় ফেলে আসা কৈশোর
রঙ মাখা মুখেকিম্ভুত কারুকাজ !
দোলে রঙ নিয়ে সেকি হৈ-হুল্লোড় !
–~০০০XX০০০~–