আর্তি
✍ মধুমিতা বসু সরকার
শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছ
ফাগ রঙা
এসব রঙের অসুখে
পলাশ বনে শীৎকার শোনা যায়
ধারকর্য করেছো বেশ
এমন রঙীন তোমায় দেখিনি
বুকেতে আলোমালার প্রজ্বলন
বৈরাগী আমি, মানতে পারিনি
বসন্ত এসেছে নিঃশব্দ পদসঞ্চারে
পালিয়ে ও হয়ত যাবে
আমায় না জানিয়ে নিঃশ্চুপে চলে গেলে
হৃদয় আবার বিদারী হবে
আজ অরন্যের মতো বন্য হও
বশ্যতা স্বীকার করো
রঙের জাজ্বল্যতা দিয়ে
আমায় তুমি বাঁধতে পারো
মৃত্তিকার মতো নগ্ন হও
আভরণহীন,
বেশবাস আলুথালু করে দাও
তোমার গহীন হৃদয়
আমায় স্পর্শ করতে দাও
এটুকু ই আর্তি আমার
বহু বাসনা সুপ্ত করে
আজ আমি বৈরাগী হয়েছি
তোমার শিথিলতা দেখব বলে
আবার নতুন করে পরমায়ু চেয়েছি।
–~০০০XX০০০~–