অমৃত যজ্ঞভূমি
✍ মনিকা বড়ুয়া
আমিই কাদম্বিনী – প্রথমা মহিলা ডাক্তার
আমিই সরোজিনী – প্রথমা মহিলা রাজ্যপাল
আমিই অরুণা আসফ আলি – যার হাতে প্রথম লেনিন শান্তি পুরস্কার।
আমিই ম্যাডাম কুরী – বিশ্ববিজ্ঞানে দুইবার নোবেলজয়ী।
আমারই রক্তে খনা, লীলাবতী
সাবিত্রী, অরুন্ধতী
মৈত্রেয়ী, মাতঙ্গিনী।
আমরাই রক্তে নাচে সুনীতা, লতা, ইন্দিরা।
আমারই রক্তে রিজিয়া, মালালা, সোফিয়া, রানী এলিজাবেথ।
আমারই মজ্জাতে মায়া, গৌতমী, যশোধরা,
বিশাখা, সুজাতা।
আমার ঘর সেই বিম্বিসার রাজত্ব থেকে হরপ্পা
মহোঞ্জোদারের অলিগলি বেয়ে
আজকের সভ্যতা আঁচল।
আমার মাথায় আড়াই হাজারের গেরুয়া রঙে
ভরে থাকা পথের ধুলা।
বোধি – শান্তি, মৈত্রী ও গঙ্গাঁ যমুনা।
বোধিস্তপের পৃন্যমাটিতে সব মার বিনাশ করে
মহাশান্তির স্তম্ভ আমার নাভীকুন্ড।
আমার মধ্যেই অনন্ত, অনাদি যাত্রা।
আমারই মধ্যে বিশ্ববীজ পোঁতা।
আমারই মধ্যে সব ধর্ম, সমুদ্র, সংসার নির্মাতা।
আমারই প্রান ঐ মাটি গর্ভের প্রশান্ত সুর।
আমারই দেহ ঐ আকাশ বাতাসময় অমৃত যঞ্জভূমি।
–~০০০XX০০০~–