মাতাল বাঁশি
✍ অনিমেষ
পাহাড়িয়া বাঁশি যখন ডাকে,
রডোডেনড্রনের পাতাগুলো
আবেগ মাখা পরশে ছুঁতে চায়
সেই মাতালিয়া সুর।
বুনো অর্কিডগুলো
অবোধ শিশুর সারল্যে
আধবোজা পাপড়ি মেলে
নরম ঝোপের বিছানায়
ঘুম ঘুম নেশায়
অবাক চোখে পৃথিবী দেখে।
লাজুক রঙা আপেলকে
আদরে ভেজায় শিশির কণা,
গালে টোল পড়া আপেল
উজাড় করে দিতে চায়
মনের বিজনে লুকিয়ে রাখা
প্রতিটি সোহাগ দানা ।
হাওয়ার অনুরাগে
সাড়া জাগে পাইনের বনে।
অরুণ আলোর আলিঙ্গনে
খরস্রোতা উজাড় করে দেয়
তার হৃদয়ের গোপন গুহার
ভালোবাসার বৈদুর্য মণি।
বিভোর আমি পরাণ বীণায়
স্বপ্নালু সেই বাঁশি শুনি।
–~০০০XX০০০~–