বিষণ্ণতার অন্তরালে
✍ মনীষা সান্যাল
গোধূলীবেলায় সাঁঝতারাকে একলা হতে দেখে
অচেনা এক নদীতে ভাসাই একলা আমার খেয়া।
প্রতীক্ষারা তাদের কাছেই চিরকালীন প্রিয়, যাদের কালের স্রোতে হারিয়ে গেছে হৃদয় দেয়ানেয়া।
জন্মান্ধ এক ভিখারী তার বাঁশিতে রোজ
উদাসী সুর আঁকে….
ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়….
সত্তা দিশেহারা…
তারাই কেবল ব্যাগের ভেতর মায়ের ছবি রাখে,
বাঁধন কেটে বেরিয়ে আসা আজও হয়নি যাদের দ্বারা।
একলা আমার মেঘলা দুপুর, আমি আকাশ সাথে একা।
হঠাৎই মন কুড়িয়ে আনে কোন হারানো সঞ্চারী।
অনেক ভালোবেসেও তাদের হয়না মনের দেখা……
বাঁধা থাকে যাদের পায়ে পরিস্হিতির দড়ি।
এরই মধ্যে অগ্নিদহন হঠাৎ অরণ্যেতে।
নিঃশব্দে ছাই হয়ে যায় সবুজ বনভূমি।
মাটির দগ্ধ বুকে তবুও আজও আমার পরশ পেতে
পরিযায়ী মেঘের থেকে শিশির হয়ো তুমি।
জানি, আমার লেখা না চাইতেও
বিষণ্ণতায় ধোওয়া …..
হয়তো আমার অন্য গল্পে, আবার অন্য কোনো ভোরে ,
একটা কাঙাল আরেকটাকে
দেবে কোমল হৃদয় ছোওয়া….
স্বপ্নতে নয়, সত্যিকারের ভালোবাসার জোরে।
–~০০০XX০০০~–