পবিত্র ভালোবাসা
✍ মৃনাল কান্তি বাগচী
যাকে ভালোবেসে ধরতে চেয়েছিলে তুুমি হাত,
সে তো তোমায় ভালো না বেসে করেছে আঘাত।
মন না জেনে,কেন তাকে বাসতে গেলে ভালো?
তাইতো তোমার আঁধার ঘরে নাহি জ্বললো ভালোবাসার আলো।
ভালোবাসা বিফল হয়ে, হলো না তোমার ঘর বাঁধা,
তোমার ভালোবাসা অদৃশ্য ফল্গুধারা হয়ে রইলো সদা।
মনের ইচ্ছা পূরণ না হয়ে, রইলো শুধু অন্তরের অন্তরে,
যাকে তুমি ভালোবাসো তাকে ভুলবে কি করে?
ভালোবাসার অন্তর্দহন এতোই প্রকট, অন্তর যায় জ্বলিয়া,
কিছুই করার থাকেনা, জীবন থেকে সবই যায় হারিয়া।
পেতে গিয়েও না পাওয়ার বেদন,মনকে করে ব্যাকুল,
ভালোবেসে মনের মানুষকে না পেলে, মনে হয় সবই ভুল।
সেই ভুলকে ফুল ভেবে এগিয়ে যাওয়া ছাড়া নাহি থাকে পথ,
ভালোবাসার মানুষ যাতে ভালো থাকে,সেই কাজ হোক জীবনের শপথ।
অন্তরের ভালোবাসা অন্তরেই থাক,মনের মানুষের জন্য,
ভালোবাসা পূত ও পবিত্র,ভালোবাসা চিরকালই অনন্য।।।
———— +++++++ ———