শোক দাও ক্ষতি নেই
✍ মধুমিতা বসু সরকার
উপকন্ঠে শোক নামলে নিজের ঘর গুছিয়ে রাখার ব্যর্থ প্রয়াসী
এ শোক দাবানল শুধু অন্যের ঘর পোড়ায় না
নিজেরও
শোক বাঁচিয়ে চলার কৌশল আয়ত্ত করিনি
আত্ম জনের মাঝে কার কথা আর বলি
ছেড়ে গেছে যাবতীয় স্বর্নালী বসন্ত
এখন পলাশের লালে আগুনের আভা দেখে কুঁকড়ে উঠি,
সর্বনাশী সব পোড়াবে –
ছাই হবে এ নশ্বর দেহ
শুধু শোকের হাহাকারে তোমার স্মরণসভায় আমি মোমবাতি জ্বালাবো না
নায্য প্রাপ্যের দাবীতে মিটিং মিছিলে আগে বহুবার গিয়েছি –
ব্যার্থ হয়েছি –
শোক আসলেই মননে প্রোথিত কিছু
নিঃস্বতার সংজ্ঞা মাত্র –
এখন শোকের পাশে আমি নিত্যদিন পাশ ফিরে শুই –
অভ্যাসে তার জন্য অনন্ত অপেক্ষা করি –
হে ইশ্বর শোক দাও ক্ষতি কিছু নেই
সহিবার শক্তিটুকু দিও।
ফি বছর যেমন করে তুমি পলাশ শিমূলে লাল রঙ ঢালো অকৃপন
গহীনে আমি আগত শোক করি আবাহন
এটাই অনিবার্য জানি,
–~০০০XX০০০~–