“শুধু একবার হাত বাড়াও”
✍ সুতপা বিশ্বাস ঘোষ
কিসের এত অভিমান তোমার,
কেন ফিরিয়ে রেখেছো মুখ ?
জানো না কি , আজও দেশবাসী
তোমার অপেক্ষায় উন্মূখ ? সত্যি-ই কি
তুমি ঘুমিয়ে পড়েছ,
রেনকোজীর প্রত্যন্ত প্রান্তরে ?
নাকি আজও বন্দী হয়ে আছো,
সাইবেরিয়ার কোনো
নিষিদ্ধ কারাগারে ?
জানি ,এতদিন কেউ থাকে না,
তবু আশা তো যায় না ॥
বারবার তোমার খোঁজে ছুটে
ফিরেছি আমরা, এক প্রান্ত
থেকে আরেক প্রান্তে, কখনো
হিমালয় , কখনো মথুরা ॥
বারবার আশায় বুক বেঁধে,
বারবার নিরাশ হয়েছি আমরা ॥
আমরা স্বাধীনতা পেয়েছি
কিন্তু তা তোমার কাঙ্খিত
স্বাধীনতা নয় ——
আমরা গণতন্ত্র পেয়েছি,
কিন্তু তা জনগণের জন্য নয়,
ক্ষমতার মুখগুলো বদলে গেছে মাত্র ;
থেমে যায় নি শোষন,
থেমে যায় নি ক্ষমতার অস্ত্র!
এমন মাতৃভূমি তুমি কি চেয়েছিলে,
যার দিকে দিকে – নির্ভয়াদের
অকালে প্রাণ দিতে হয় ?
এমন স্বদেশভূমি কি তুমি চেয়েছিলে ,
যেখানে – ধর্মের নামে সন্ত্রাস
তৈরী করা হয় ? এখানে গরীব
প্রতিদিন আরও গরীব হয়,
বিদেশী ব্যাঙ্ক ভরে যায় তাদের
ঘামেভেজা টাকায় —— প্রতিদিন
বেড়ে যায় প্রতারণা আর বঞ্চনা ।
প্রতিবাদের মুখগুলোকে স্তব্ধ
করে দেওয়া হয় ॥
আমরা তোমাকে আমাদের
আনুগত্য দেবো , আমাদের
শ্রম দেবো, দেবো সব সঞ্চয়,
আমাদের রক্ত, সেও তো
তোমাকে অদেয় নয় ——-
তুমি শুধু আমাদের স্বাধীনতা এনে দাও ,
তোমার স্বপ্নের স্বাধীনতা,
তোমার কাঙ্খিত স্বাধীনতা,
তোমার পথচালিত স্বাধীনতা।
একবার , শুধু আর একবার
তোমার দৃঢ় সংকল্প হাত বাড়াও ॥
–~০০০XX০০০~–